স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোডে আলিফ আতরাফ সেন্টারে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জহিরুল হক।
স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবপুর ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলী আজগর, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, হবিগঞ্জস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ সফিকুল বারী, বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরামের সাধারণ সম্পাদক শাহ জানে আলম, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন কদ্দুছ, রওশন রেজা এম্পায়ারের সভাপতি শাহ মোঃ হাবিবুর রহমান (বেলায়েতী), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান। সভায় অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।