নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির কার্য নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার নিকাহ রেজিষ্টারগণের ভোটের মাধ্যমে কার্যকরি কমিটি গঠন করা হয়।
নির্বাচিত নেতৃবৃন্দ হলেন- মাওলানা কাজী মো: মাহবুব আহমদ সভাপতি, কাজী মাওলানা হাসান আলী ও কাজী মাওলানা আব্দুল মালিক সহ-সভাপতি, কাজী শাহ মনিরুজ্জামান সাধারণ সম্পাদক, কাজী মাওলানা আমীর আহমদ সহ-সম্পাদক, কাজী মো: ইমাদ উদ্দিন সাংগঠনিক সম্পাদক, কাজী ইমরান হোসেন অর্থ সম্পাদক, কাজী মাওলানা আবু তাহের প্রচার সম্পাদক। সদস্যগণ হলেন, কাজী মাওলানা আঙ্গুর খাঁন, কাজী মাওলানা গোলজার আহমদ, কাজী এনাম উল্লা।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) আরজু চাইনিজ বাংলা রেষ্টুরেন্টের হল রোমে দুপুরে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট বিভাগীয় ও হবিগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম।
এছাড়া সমিতির উপদেষ্টা হিসেবে কাজী মাওলানা ছলিম উদ্দিন, কাজী মাওলানা হাফিজুর রহমান, কাজী মাওলানা আব্দুল আলীম ও কাজী মাওলানা শাহেদ আহমদকে মনোনীত করা হয়েছে। এ সময় কাজী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।