বানিয়াচং প্রতিনিধি ॥ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বানিয়াচং প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল ২১ ডিসেম্বর বানিয়াচং প্রেসক্লাবে ক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের নেতা শাকিল চৌধুরী ও শরীফ চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, সদস্য সৈয়দ মছরুর আহমেদ, হৃদয় হাসান শিশির, হৃদয় খান, রাসেল আহমেদ প্রমূখ।