স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মালিকবিহীন ৮টি বস্তায় মোড়ানো ৭০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে চুনারুঘাট সাতছড়ি বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত এলাকার গারোটিলায় অবৈধভাবে চোরাচালানকৃত মালিকবিহীন ৭০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা। পরে আটককৃত মাদক দ্রব্য চুনারুঘাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়। হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান জানান, বিজিবি মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বৃহস্পতিবার আটককৃতদের বিরুদ্ধে মাদক আাইনে মামলা দেয়া হবে। অত্র ব্যাটালিয়ন মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখবে।