স্টাফ রিপোর্টার ॥ শীতের কনকনে ঠান্ডায় বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। গত ক’দিন ধরে শতাধিক নারী পুরুষ ও শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে তিল ধারনের ঠাই নেই, পাশাপাশি ওষুধ না দেয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। খাবার স্যালাইন, নাপা, গ্যাষ্টিকের ওষুধ ছাড়া কিছুই দেয়া হচ্ছে না। সদর হাসপাতালে শিশু ওয়ার্ড একটি, মহিলা ও পুরুষ মেডিসিন ওয়ার্ড ৪টি, গাইনী ১টি সজ ৬ ওয়ার্ড নিয়ে চলছে চিকিৎসা। অথচ ১০ তলা ভবনের অন্যগুলো খালি। যার ফলে অনেকে সিট না পেয়ে মেঝেতে রাত কাটাচ্ছেন। ঠান্ডার কারণে আমাশয়, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, আবহাওয়ার কারণে এমন হচ্ছে। চিন্তার কারণ নেই। সচেতন থাকার পরামর্শ তার।