স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্বাবধানে শয়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে এসআই জহুরুল ইসলাম, এএসআই তাজুল ইসলাম, এএসআই জাকির হোসেনসহ একদল পুলিশ সুরাবই ও নিশাপট এলাকায় অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলার আসামী সুরাবই গ্রামের মোঃ খাইরুজ্জামান সুহেল ও নিশাপট গ্রামের মৃত জমির আলীর পুত্র মোঃ আলাউদ্দিন (৩২) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।