শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১ মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ আহত ২০ খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ পরিবেশ নষ্ট নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত ॥ ভাংচুর হবিগঞ্জে শিল্পবর্জ্য দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার ঢাকায় পুলিশের গুলিতে নিহত নবীগঞ্জের আজমতের পরিবারে এখনও কান্না থামছে না আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নবীগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা লুৎফুর রহমান এর উপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সমেদ হত্যা মামলার সাক্ষী হওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফুর রহমানের উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা আলমগীর খানকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ করে ৬/৭জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লুৎফুর রহমান বাদি হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হচ্ছে-মৃত আজিজুল খানের পুত্র আলমগীর খান, মৃত দবির মিয়ার পুত্র লিটন মিয়া, খোরশেদ মিয়ার পুত্র নয়ন মিয়া, মৃত দরবেশ মিয়ার পুত্র খোরশেদ মিয়া, মৃত বাদশা মিয়ার পুত্র ফরাশ মিয়া, শাকির আলী, ফরাশ মিয়ার পুত্র ফয়ছল মিয়া, মৃত কৌছর মিয়ার পুত্র রাজা মিয়া, মৃত মোস্তফা মিয়ার পুত্র অনু মিয়া, তাহির মিয়ার পুত্র রুমান মিয়া, রাজা মিয়ার পুত্র হাফিজ মিয়া, মৃত সাদ্দক মিয়ার পুত্র শহীদ মিয়া, মছব্বির মিয়ার পুত্র হোসেন মিয়া।
মামলা সূত্রে জানা যায়, সমেদ হত্যা মামলার সাক্ষী নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমানকে গত ১৪ ডিসেম্বর রাত ১১ টার দিকে কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। একই গ্রামের ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান ও লিটনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়। তিনি হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় আসামীরা প্রতিনিয়তই তাকে মেরে ফেলার হুমকী দিত। গত ১৪ ডিসেম্বর রাতে লুৎফুর রহমান বাড়ি যাওয়ার পথে কালাভরপুর গ্রামে কদর মিয়ার বাড়ির সামনে সমেদ হত্যা মামলার আসামীসহ আলমগীর খান, লিটন মিয়া, খোরশেদ মিয়া, পরাশ, নয়ন মিয়া, শাকিরগংরা লুৎফুর রহমানের উপর অর্তকির্ত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন (পিপিএম) বলেন, লুৎফুর রহমানের উপর হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পর থেকেই তদন্তকারী কর্মকর্তা আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com