স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গল মৌজার বিথঙ্গল গ্রামের মাছুয়াটেক সেচ প্রকল্পের ম্যানেজার নিযুক্ত হয়েছেন বিথঙ্গল গ্রামের হিরা মিয়ার ছেলে মো: শাহ আলম মিয়া। গত ১৭ ডিসেম্বর বানিয়াচং উপজেলা সেচ কমিটি মো: শাহ আলমকে নিয়োগ দেন। জানা যায়, মাছুয়াটেক সেচ প্রকল্পের সংখ্যাগরিষ্ট সাধারণ কৃষকগন শাহ আলমের পক্ষে রয়েছে এবং শাহ আলম সেচ চার্জ কম নিবে বলে সাধারণ কৃষকগকে আশ্বস্ত করেছেন। তাই সাধারণ কৃষকদের স্বার্থে শাহ আলমকে মাছুয়াটেক সেচ স্কীমে ম্যানেজার নিয়োগ করে উপজেলা সেচ কমিটি। এদিকে ম্যানেজার নিয়োগ হওয়ায় শাহ আলম মাছুয়াটেক সেচ প্রকল্পের সকল কৃষকদেরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।