স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও গভর্ণর প্রয়াত মোস্তফা আলীর সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু এবং জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম নেতা এডভোকেট শামছুল হকের সহধর্মীনি সাফিয়া হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি তাদের মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করেছেন মহান আল্লাহ যেন তাদের ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন।