বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনির উদ্দিনকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৮৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন-কে সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় একই পদে বদলী উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। বিদায়ী ইউএনও মুনীর উদ্দিনের কর্মদক্ষতা ও সফলতার বিষয়ে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার খান ও তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ডা: দেবপদ রায়, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, ডিজিএম একে এম আজাদ, পিআইও মেহেদী হাসান টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, মৎস্য অফিসার রমনী মোহন পাল, নির্বাচন সহকারী অমিয় রায় প্রমূখ। সভা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিনকে ক্রেষ্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রদান করা হয়। অপরদিকে সন্ধ্যায় বানিয়াচং অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com