এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের শংকরপুর গ্রামের প্রিতম সরকার (২০) নামে এক যুবকের প্রাণ গেলো মোটরসাইকেল দূর্ঘটনায়।
গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ শহর থেকে বাড়ি নির্মাণ কাজের জন্য পানি তোলার মটর কিনে বাড়ীতে ফেরার পথে বাংলাবাজার সংলগ্ন স্থানে মোটর সাইকেল দূর্ঘটনা পতিত হলে ঘটনাস্থলেই প্রিতম সরকার মারাযায়। অপর আরোহী সৌরভ সরকার (২১) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে। নিহত প্রিতম ওই গ্রামের ভুবন সরকারের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শংকরপুর গ্রামের ভুবন সরকারের ছেলে প্রিতম সরকার বাড়ীর কাজের জন্য মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহরে আসে পানি উঠানোর মটর নেয়ার জন্য। মটর কিনে মোটর সাইকেল যোগে সহপাটিদের সাথে বাড়ীতে ফেরার পথে নবীগঞ্জ-শেরপুর রোডে বাংলাবাজার সংলগ্নস্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে দূর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই প্রিতম সরকার মৃত্যুর খোলে ঢলে পড়ে। সৌরভ নামে অপর আরোহী গুরুতর আহত হয়। চালক সাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রিতমকে মৃত্যু ঘোষনা করেন। অপর আহত সৌরভকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।