স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বানিয়াচংয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল ১০টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন হাজারও নেতাকর্মী। এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব। বক্তৃতা করেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির, যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম প্রমূখ।