মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা রাতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেন ছাতিয়াইন উত্তর ও দক্ষিণ গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হাসিমের ছেলে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন (৩০), ফেরু মিয়ার ছেলে খলিল মিয়া (৩২) ও নিখিল সরকারের ছেলে দীপঙ্কর সরকার (২৮) কে গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, সরকারি সম্পত্তি ভাংচুর, অগ্নিসংযোগ ও অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।