স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলওয়ে স্টেশনের অদূরে আনিছ (২২) নামে এক কাপড় ব্যাবসায়ী ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন। গত শনিবার দিবাগত রাতে তিনি মারা যান। আনিছ লাখাই উপজেলার বামৈ গ্রামের রাব্বানী মিয়ার ছেলে। সুত্রে জানা যায়, শাহজিবাজার ফতেহপুরে হযরত শাহ সুলাইমান ফতেহগাজী (রহ:) ৩দিন ব্যাপী বাৎষরিক ওরসের মেলার আয়োজন করা হয়েছে। ওই মেলাকে ঘিরে বিভিন্ন স্থান থেকে লোকজন যান।
মেলায় রাস্তা পরাপারের সময় উপবন ট্রেন তাকে ধাক্কায় আনিছ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।