আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর নোয়াপাড়ায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ প্রতি বছরের ন্যায় এবারও শীত বস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। গতকাল রোববার সকালে সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২১টি ইউনিয়নে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে ২০ হাজার শীতের কম্বল বিতরনের শুরু হয়েছে। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, এবার শীতের শুরুতেই হাড় কাঁপানো শীতে অনুভূত হচ্ছে। অনেক নিম্ন আয়ের অসহায় দু:স্থ লোক শীতের কাপড় কিনতে পারছেনা। এ অবস্থায় সায়হাম গ্রুপ প্রতি বছরের ন্যায় এ বছর শীতের শুরুতেই সাধারণ মানুষের মধ্যে শীতের কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাড়িয়েছেন। চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের বানেছা বেগম নামে এক নারী জানান, এবার খুব শীত পড়েছে। জিনিষপত্রের দাম এখন খুব বেশি। শীতের কম্বল কেনা সম্ভব ছিলনা। এখন শীতের সায়হামের শীতের কম্বল দিয়ে শীতের কষ্ট থেকে বাঁচতে পারব। আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম বলেন, দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ সায়হাম শিল্প পরিবার শীত বস্ত্র বিতরনের পাশাপাশি শিক্ষা উপবৃত্তি, চিকিৎসা সেবা, মুসলিম ও হিন্দু ধর্মীয় উৎসবে অনুদান বিতরন করে আসছেন। উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল বলেন- সায়হাম গ্রুপের সৌজন্য প্রতিবছরে শিক্ষা বৃত্তি, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, রমজানে খাদ্য সামগ্রী, হিন্দু সম্প্রদায়ের উৎসবের সময় উপহার বিতরণ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনুদান, এলাকা শিক্ষা বিস্তারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করছেন সায়হাম গ্রুপ এবং সায়হাম শিল্প প্রতিষ্ঠান গড়ার কারণে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। রোববার সকালে চৌমুহনী ইউনিয়নে শীতের কম্বল বিতরন কালে সায়হাম গ্রুপের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, শীতে যাতে কোন মানুষ কষ্ট না করেন তাই এ বছর একটু আগেই শীতের কম্বল আমরা বিতরন শুরু করেছি। হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সল বলেন, সায়হাম গ্রুপ যে কোন দুর্যোগ দুর্বিপাকে আর্তমানবতার সেবা ও সমাজ ও দেশের উন্নয়নে সায়হাম গ্রুপ সব সময় কাজ করতে বদ্ধপরিকর।