স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- রাষ্ট্রের টাকা লুটেপুটে আওয়ামীলীগ বিদেশে নিয়ে গেছে। রাষ্ট্রকে ফোকলা করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংস স্তুপে দাঁড়িয়ে দেশের চাকা সচল করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। চূড়ান্তভাবে যদি এর সাফল্য আসতে হয় তাহলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। নির্বাচিত সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অসহায় ও দুঃস্থদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি বলেন- আওয়ামীলীগ বিগত ১৭ বছর এত অপরাধ করেছে, জুলুক করেছে, মানুষকে নির্যাতন করেছে, তাদেরকে এখন দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যায় না। জনরোষে আওয়ামীলীগ নেতাকর্মীরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন- আওয়ামীলীগ অন্যায় করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে। কিন্তু বিএনপি করতে হলে ভুলেও সেই পথে যাওয়া যাবে না। যারা বিএনপি করবেন তারা কোনো অন্যায় জুলুম দুর্নীতি করতে পারবেন না। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।
গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন জাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ-সভাপতি মো. আজম উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।