স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে রহমান কমিউনিটি সেন্টারের সামনে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে এনা পরিবহনের একটি বাস। এতে ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার ভোরে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের ওই স্থানে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহন এর একটি যাত্রীবাহীবাস বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে ৫ জন আহত হয়। হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে।