স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাসিবুল হাসান শিপন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, এসআই মোঃ আব্দুল আওয়াল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোশাররফ হোসেন, বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি অফিসার স্মৃতি রাণী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুনসহ বিভিন্ন দফতরের প্রধানগণ। বক্তরা বলেন, ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। বাঙালি শিাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। উপস্থিত সবাই ঐ হত্যা কান্ডে শহিদ হওয়া সকল বুদ্ধিজীবীদের রূহের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের আত্নার মাগফেরাত কামনা করেন।