স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে আলমগীর মিয়া (৪০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকালে থানার ওসি আলমগীর কবির এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সুলতান মাহমুদপুর গ্রামের মৃত ছুরত আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১ বছরের সাজা রয়েছে। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।