স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি আভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ২ পলাতক আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- আজমিরীগঞ্জ উপজেলার আজমেরিনগর গ্রামের মোঃ আব্দুল আহাদ এর পত্র মোঃ মজিবুর রহমান (৩০) ও সদর থানার কাকিয়ার আব্দা গ্রামের আবুল কাশেমের পুত্র মোঃ মামুন মিয়া (২৩)। গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
অপর এক অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার মোতালিব চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল সহ শাকিল আহমেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে। সে সদর উপজেলার রিচি গ্রামের তাহের মিয়ার পুত্র।