স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মৃত কানু চৌধুরীর ছেলে ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক রাজু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশের নেতৃবৃন্দ। গতকাল সংবাদপত্রের এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রাজু চৌধুরী গত রবিবার ভোরে সিলেট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।