স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটি টিএলসিসি’র সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌরভবন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। টিএলসিসি’র নতুন কমিটি গঠনের পর এটিই প্রথম সভা। সভার শুরুতে হবিগঞ্জ পৌরসভার চলামন কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। অবকাঠামো উন্নয়ন কাজের চলামান সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম চৌধুরী। সভায় শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা ও পরার্মশ সভায় আলোচনা করেন। এর মধ্যে শহরের যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনের ব্যবস্থার উন্নয়ন, ইমারত নির্মাণ, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন, সড়ক বাতি, পুকুর-জলাশয় সংরক্ষণ, নাগরিক সেবা ইত্যাদি নানা বিষয় উঠে আসে। সভাপতির বক্তব্যে প্রভাংশু সোম মহান পৌরসভার চলমান কাজের ব্যাপারে উপস্থিত সদস্যদের অবহিত করেন। তিনি জানান যে, নতুন ফগার মেশিন কেনার পর নতুন করে শুরু করা হয়েচে মশক নিধন অভিযান। শহরের বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ ও ড্রেন পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। শহরের সকল বিদ্যুতের খুটিতে নাম্বার দেয়া হয়েছে। কোন খুটিতে বাতি না জ্বললে ওই নাম্বার উল্লেখ করে পৌরসভাকে অবহিত করা যাবে। রাজনগর ব্যাকরোডে ও ইনাতাবাদে ড্রেনের কাজ চলামান রয়েছে। এছাড়াও শহর সমন্বয় কমিটির সভায় উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে পৌরসভা কাজ করবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্থ করেন। শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ফরিদুল ইসলাম, মোঃ আখতারুজ্জামান, রাশেদুজ্জামান চৌধুরী, গোলাম মোস্তাফা রফিক, হারুনুর রশীদ চৌধুরী, এডভোকেট খায়রুল ইসলাম খোকন, এডভোকেট মোঃ নূরুল ইসলাম, সফিকুর রহমান সিতু, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, খালেদা জুয়েল, হাজ্বী মোঃ এনামুল হক, মফিজুর রহমান বাচ্চু, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জালাল আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, মোঃ আবুল কালাম, ডাঃ মীর মোহাম্মদ মঈন উদ্দিন ইমন, এডভোকেট মাহফুজুর রহমান চৌধুরী খোকন, মোহাম্মদ আশরাফুল ইসলাম কোহিনুর, আরব আলী, নানু মিয়া, আইরিন আক্তার, রীনা বেগম, মনিরা বেগম প্রমুখ।