স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা সাংবাদিক সেলিম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মৃত্যুকালে এক কন্যা ও পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সেলিম মিয়া দীর্ঘদিন ধরে সাপ্তাহিক হবিগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার জুম্মা নামাজের পর জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে।