স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার আলোচিত ৯ খুন মামলার আসামি বিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল আওয়াল (৫০) কে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়কেও গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে থানার ওসি এবিএম মাইদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক আওয়াল বিরাট গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র ও সমীপুর গ্রামের দিনেশ চন্দ্র দাসের পুত্র প্রদীপ। পুলিশ জানায়, তারা বানিয়াচংয়ের ৯ খুন মামলার আসামি। রাতেই তাদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।