আবুল কাশেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা প্রশসানের আয়োজনে ২০২৪-২০২৫. মৌসুমে লাখাই উপজেলায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহরে শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় লাখাই উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে এবং পজিপ কর্মকর্তা কেএম আব্দুস সাহেদের সঞ্চালানায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন তিনি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পল্লি সঞ্চয় কর্মকর্তা নিয়ামত উল্লাহ, গীতা পাঠ করেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বেনুগোপা দাস।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা চাই তু ফুহা, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সাংবাদিক আবুল কাসেম, এমএ ওয়াহেদ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক সারের দাম নির্ধারিত আছে উল্লেখ করে বলেন কোন ভাবেই এর ব্যতিক্রম হতে দেওয়া হবেনা, উপজেলায় যেন এমন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যদি কেউ এমন করে তবে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা করা আহবানও জানান।