স্টাফ রিপোর্টার ॥ চলতি বছর সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দুজনই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন। কিন্তু তাদের মৃত্যুর কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের কাছে। এ কারণে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছর দেশের অন্য বিভাগগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর তথ্য থাকলেও সিলেট বিভাগে কোনো মৃত্যু নেই। এতে প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী। গত নভেম্বর মাসে আশঙ্কাজনকহারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমনকি শীতের সময়ও ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। তবু এটি নিয়ন্ত্রণে নেই কোনো উদ্যোগ। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু কর্নার নামে কিছু শয্যা প্রস্তুত করা ছাড়া স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এমনকি যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রতিও নেই আলাদা যত্ন। হাসপাতালে ভর্তি অন্য সাধারণ রোগীদের মতো তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীরাও সাধারণ রোগীদের সঙ্গে মিলেমিশে সময় কাটাচ্ছেন। এতে হাসপাতাল থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার ঝুঁকি রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে জ্বর-শরীর ব্যথা নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত মীর জাফর মিয়ার ছেলে আম্বির খান। পেশায় গ্রামপুলিশ আম্বির খানের পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। মাস খানেক চিকিৎসার পরও কোনো উন্নতি হয়নি তার। পরে ২ মে হাসপাতালের আইসিইউতে আম্বির খানের মৃত্যু হয় বলে হাসপাতালের এক নার্স জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। ‘চলতি বছর ডেঙ্গুতে সিলেটে কারও মৃত্যু হয়নি। আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। তাছাড়া নর্থ ইস্ট হাসপাতাল থেকে ডেঙ্গুর তথ্য আমাদের কাছে পাঠানো হয় না। কেউ তথ্য না দিলে আমাদের জানার কথা নয়।’- সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান
আম্বির খানের মেয়ে প্রীতি আক্তার জাগো নিউজকে বলেন, তার বাবার প্রথমে জ্বর ছিল। এ অবস্থায় প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পর পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। আইসিইউতে চিকিৎসার সময় মারা গেছেন।