স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া সেচ-প্রকল্প বিতর্কিত ব্যক্তিদের অনুমোদন না দেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার কামরুল হাসান ঝুনু নামে এক কৃষক অভিযোগটি দাখিল করেন। এর অনুলিপি হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিএডিসি’র সহকারী প্রকৌশলীকে দেয়া হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র-জনতার বিরুদ্ধে রাজপথে অংশ গ্রহণ করেছিল, সাধারণ ছাত্র জনতার উপর যারা অস্ত্র লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে হামলা করে নির্মমভাবে আহত ও নিহত করেছিল, তাদের মধ্যে পইল ইউনিয়ন আওয়ামীলীগের পদধারী নেতা কবির, জয়নাল, সাইদুর মেম্বার ও এনাম অন্যতম। তাদের মধ্যে কবির ২টি হত্যা মামলার এজহারভূক্ত আসামী হলেও জয়নাল, সাইদুর, এনামের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় এলাকার মধ্যে ক্ষোভ অসন্তষ্টি বিরাজ করছে।
এরই মধ্যে সাইদুর ও এনাম সংঘবদ্ধভাবে মাছুলিয়া সেচ-প্রকল্প অনুমোদন পাওয়ার জন্য হবিগঞ্জ সদর বিএডিসিতে আবেদন করেছে। এতে এলাকার ছাত্র জনতার মধ্যে আরোও ভীষন ক্ষোভের সৃষ্টি হচ্ছে। কারণ তারা আওয়ামীলীগের দুঃশাসনের আমলেও এমনিভাবে সংঘবদ্ধভাবে মাছুলিয়া সেচ-প্রকল্প অনুমোদন নিয়ে কৃষকদের জমিতে পানি না দিয়েই বিভিন্ন হুমকি-দামকির মধ্যেমে মানুষের নিকট থেকে টাকা-পয়সা আদায় করে নিয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অসংখ্য অভিযোগ দায়ের করা হয়েছিল। এমনকি পইল ইউনিয়ন পরিষদে মামলাও হয়েছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদেরকে আবারও এই সেচ প্রকল্পের দায়িত্ব দেয়া হলে কৃষকরা তাদের জমি চাষাবাদ করতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমতাবস্থায় তাদেরকে মাছুলিয়া সেচ-প্রকল্প অনুমোদন দিলে আইন শৃংখলার চরম অবনতির আশংঙ্কা রয়েছে।