স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার খাসপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল মালিকবিহীন অবস্থায় ৪৫ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বিজিবি। যার সিজার মূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। আটককৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুনারুঘাটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান, পিএসসি উপরোক্ত সংবাদ নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।