স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহমিনা বেগম গিনি, জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতা লাকী রানী শীল ও খালেদা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উপপরিচালক (অ:দা:) রুমানা আক্তার। আলোচনা শেষে জেলা ও হবিগঞ্জ সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের মধ্যে সম্মাননা ও পুরষ্কার বিতরণ করে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ট ৫ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মাধবপুরের লাকী রানী শীল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নবীগঞ্জের খালেদা বেগম, সফল জননী নারী ক্যাটাগরিতে চুনারুঘাটের মোছা: নুর জাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে বানিয়াচংয়ের মোছা: হামিদা বেগম ও সমাজ উন্নয়নে অসাম্য উন্নয়ন রেখেছেন যে নারী ক্যাটাগরিতে বানিয়াচংয়ের মোছা: মাহমুদা বেগম। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলায় নির্বাচিত জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আশা সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জরকারী নারী নুরুন নাহার, সফল জননী নারী মোছা: আনোয়ারা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শিল্পী রানী রবি দাস।