স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়িয়াকান্দি এলাকায় এক বাসাতে দিনে দুপুরে চুরি সংগঠিত হয়েছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণলংকার সহ মালামাল চুরি করে নিয়ে গেছে। গতকাল দুপুরে এ চুরি সংগঠিত হয়েছে। সূত্র জানায়, চিড়িয়াকান্দি আবাসিক এলাকার লুৎফুর ভিলায় বসবাসকারী রেজাউল করিম গতকাল সকালে প্রতিদিনের ন্যায় বাসা থেকে দোকানে চলে যান। তার স্ত্রীও বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যায়। দুপুরে রেজাউল করিমের স্ত্রী বাসায় এসে দেখেন রুমের আলমারির দরজা খোলা ও কাপড় ছোপড় এলোমেলো। আলমারি চেক করিয়া দেখতে পান যে, জমি ক্রয়ের জন্য আলমারিতে রক্ষিত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ২.৫ ভড়ি স্বর্ণালংকার (বালা ২টি, কানের দুল ২টি ও গলার চেইন ১টি) মূল্য অনুমান ৩ লক্ষ টাকা চোরেরা চুরি করে নিয়া যায়। এ ঘটনায় রেজাউল করিম হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।