নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আশরাফুল ইসলাম ফয়সাল নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামী আশরাফুল ইসলাম ফয়সাল নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের সিরাজুল ইসলাম খানের পুত্র। পুলিশ জানায়, ৩১ লক্ষ ৪০ হাজার টাকা চেক ডিজঅনার মামলায় আশরাফুল ইসলাম ফয়সালের বিরুদ্ধে ৬ মাসের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। এরপর দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের খাঁচায় বন্দি হন তিনি। আশরাফুল ইসলাম ফয়সালকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় নবীগঞ্জ থানা পুলিশ।