স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ছোট বাকৈর গ্রামে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের পর থেকে আপোষ করার জন্য ওই পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে ধষর্ণকারী ও তার পরিবার। তাদের হুমকি ধামকির কারণে নিরাপত্তাহীনতা ভোগছে ওই পরিবারটি। জানা যায়, ওই গ্রামের প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার হন। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে এবং পরবর্তীতে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গত ৩ ডিসেম্বর এই ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়ায় হয়। এ বিষয়ে ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত করে সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।