মোঃ জালাল উদ্দিন রুমি ॥ হবিগঞ্জে শান্তি ও সৌহার্দ্য সুরক্ষায় সম্প্রীতি ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর সোমবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে হবিগঞ্জ নাগরিক প্ল্যাটফর্ম এর আয়োজনে সম্প্রীতি ভাবনা শীর্ষক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্ম এর সম্মানিত আহবায়ক প্রফেসর ইকরামুল ওয়াদুদ। সদস্য সচিব বন্ধু মঙ্গল রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জাহান আরা খাতুন, এডভোকেট তিলক কান্তি চৌধুরী, তাহমিনা বেগম গিনি, সাধন বড়ুয়া, জন মাইকেল, এমদাদুর রহমান, বাদল রায়, বাহার উদ্দিন, পূর্ণব্রত চৌধুরী, মুফতি আলমগীর হোসেন সাইফি। সর্বশেষে সভার সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ আমাদের সমাজে সৌহার্দ্যপূণ সহাবস্থানের নানান দিক তুলে ধরেন। তিনি অভিজ্ঞতা বিনিময় করেন এবং স্মৃতিচারণ করেন আমাদের বাঙালি সমাজের চিরাচরিত যে সকল উৎসব এবং সম্প্রীতির ছোঁয়ায় বিশ্ব দরবারে আমাদের সুনামের কথা। সর্বোপরি আমরা মানুষ, আমাদেরকে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য যে গুণাবলীর প্রয়োজন রয়েছে সেখানে কোন ধর্ম বর্ণ জাত পাতের স্থান নেই। তার এই কথা দিয়েই সম্প্রীতি ভাবনা অনুষ্ঠানটি সমাপ্ত করেন।