স্টাফ রিপোর্টার ॥ “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশ ও প্রতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা করা হয়। পরে মানববন্ধন শেষে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বানিয়াচং থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ। এছাড়া উপজেলা খাদ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবসহ বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।