বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে হজ্ব করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ অস্ত্র ও দেশী-বিদেশী মুদ্রা জব্দ মাধবপুরে ৯০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার কসমেটিকস্ আটক সায়হাম গ্রুপের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদকে দুদকের কমিশনার নিয়োগ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার আসলাম শাহাজাদা বানিয়াচংয়ের আলোচিত ৯ খুন মামলার দুই আসামি গ্রেফতার মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত লাখাইয়ে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহরে শুভ উদ্বোধন সিলেটে ডেঙ্গুতে দুজনের মৃত্যু ॥ জানে না স্বাস্থ্য বিভাগ নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি ॥ চালককে অপহরণ ॥ পুলিশের তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার-১ ॥ মালামাল উদ্ধার

বাহুবলে টমটমের ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে টমটমের ভাড়া আদায়কে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টে দুই গ্রামবাসীর সাড়ে ৩ ঘন্টা স্থায়ী সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সৃষ্ট এ সংঘর্ষটি পুলিশ ও সেনাবাহনী দুপুর দেড়টার দিকে নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে মৌচাক মার্কেটসহ অপর একটি মার্কেটের ১৫/১৬টি দোকানপাঠ এবং কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল-সাতপাড়িয়া সড়কে টমটম গাড়ির ভাড়া আদায়কে কেন্দ্র করে জনৈক টমটম চালক ও যাত্রীর মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা সদরের মৌচাক পয়েন্টে সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে মৌচাক পয়েন্টের মৌচাক মার্কেটসহ অপর একটি মার্কেটের ১৫/১৬টি দোকানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে হবিগঞ্জ, শায়েস্তগঞ্জ ও বাহুবল ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় মার্কেট ও রাস্তায় দাঁড় করিয়ে রাখা, বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন ভাংচুর হয়। অংগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। সাড়ে ৩ ঘন্টা স্থায়ী সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে রাস্তার উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে আটকে পড়া দূরপাল্লার যাত্রীদের মাঝে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টা সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। তখন ফায়ার সার্ভিস অগ্নি নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পুলিশ ও সেনা সদস্যরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সংঘর্ষ নিয়ন্ত্রণে এসেছে বলে জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com