স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাজ্য ম্যানচেস্টার টেইম সাইড বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল আহমেদ বাবুল এবং যুক্তরাষ্ট্র ব্রংকস ব্রউরু নিউইয়র্ক বিএনপির সদস্য সচিব ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ ও যুগ্ম সম্পাদক দুলাল রাহমান। রবিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে তাঁরা এ সাক্ষাত করেন। এ সময় জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। সাক্ষাতকালে প্রবাসী বিএনপির এ দু’নেতা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে জি কে গউছের নেতৃত্বে হবিগঞ্জ বিএনপির ভূমিকার প্রশংসা করে বলেন-ভবিষ্যতে সুন্দর দেশ গঠনে তিনি রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা রাখবেন। জি কে গউছ যুক্তরাষ্ট্র প্রবাসী দুলাল রাহমান ও যুক্তরাজ্য প্রবাসী তোফাজ্জল আহমেদ বাবুলের অতীত রাজনৈতিক কর্মকান্ডের প্রসঙ্গ তুলে বলেন-তারা প্রবাসেও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। সাক্ষাতকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, হবিগঞ্জ সদর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আব্দুল হালীম, মোহাম্মদ হারুন প্রমুখ।