চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বিকেলে চুনারুঘাট মধ্যবাজার ও উপজেলা গেইটের সামনে চুনারুঘাট উপজেলাবাসী ব্যানারে মানববন্ধনে বক্তারা চুনারুঘাট থানা পুলিশ তথা অফিসার ইনচার্জ এর নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা বর্তমান সরকার ও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন এহেন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসময় তারা মিথ্যা সংবাদ প্রচার করে থানা পুলিশর মনোবল বিনষ্টকারী ও মিথ্যা সংবাদ প্রচারকারীদের বয়কট পূর্বক থানা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রনে থানা পুলিশকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি বলেন, আমি চুনারুঘাট থানায় যোগদানের পর থেকে থানাকে দালাল মুক্ত করার আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। স্থানীয় গুটি কয়েক অপ-সাংবাদিক যারা বিগত ফ্যাসিবাদি সরকারের দালাল ছিল তারা আমার কাছ থেকে কোন অবৈধ সুযোগ-সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বনোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওসি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের পর স্থানীয় মূলধারার সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সুশীল সামাজের অনেকেই আমার সাথে দেখা করেছেন এবং তারা থানা পরিচালনা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন বলে জানান ওসি।