স্টাফ রিপোর্টার ॥ রোটারি ক্লাব অব হবিগঞ্জ এর ৩৩তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গ্র্যান্ড নবাব সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তণ রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান প্রফেসর ডা. তৈয়ব চৌধুরী (এমপিএইচ, বি, এমসি)। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কো অর্ডিনেটর অধ্যক্ষ আতাউর রহমান পীর, ফাস্ট লেডি সানজিদা মুহিব প্রীতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শাহীন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ক্লাব চাটাআর প্রেসিডেন্ট রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, ক্লাব অব হবিগঞ্জের প্রাক্তণ প্রেসিডেন্ট মোদারিছ আলী টেনু, পিপি এম তবারক এ লস্কর, রোটারিয়ান পিপি সফিকুল বারী আউয়াল, রোটারিয়ান পিপি ফরিদ উদ্দিন আহমেদ, পিপি ফজলুর রহমান লেবু, রোটারিয়ান এ্যাডভোকেট তাহমিনা খানম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, রোটারী ক্লাব অব হবিগঞ্জে সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো: মনির হোসেন। রোটিরী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান। রোটারী ক্লাব অব হবিগঞ্জের নতুন সদস্য আশরাফ আলী খান, দিপুল কুমার রায়, রোটারিয়ান পিপি কামাল উদ্দিন ভূইয়া, রোটারেক্টর ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট রোটারেক্টর নোমান হোসাইন, রোটারেক্ট ক্লাব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট মিসবাহ উদ্দিন তারেক, ইন্টারেক্ট ক্লাব হবিগঞ্জ প্রেসিডেন্ট সোহানুর রহমান নাহিন। প্রথম পর্বে সভাপতিত্ব করেন, বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল আউয়াল তালুকদার। বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারি রোটারিয়ান সৈয়দ মহিদুল হাসান। সদস্য ও তাদের পরিবারকে পরিচয় করিয়ে দেন প্রাক্তণ প্রেসিডেন্ট রোটারিয়ান বাদল কুমার রায়।
দ্বিতীয় পর্বের শুরুতে নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরীকে প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল আউয়াল তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান প্রফেসর ডা. তৈয়ব চৌধুরী বলেন- সারা বিশ্বের রোটারিয়ানরা একটি পরিবারের মত। এতে করে রোটারি কর্মকান্ড কখনোই থেমে থাকে না। এক দেশের কাজ শেষ হলেই অন্য দেশে শুরু হয়। রোটরিয়ানদের ফেলোশীপ সমাজের অন্য অংশের কাছে আদর্শ স্বরূপ। অভিষেক উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। ক্লাব সভায় শতভাগ উপস্থিতির জন্য ১৪ জন রোটারিয়ানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদেরকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব সেক্রেটারী সৈয়দ মহিদুল হাসান। সাংস্কৃতিক ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।