প্রেস বিজ্ঞপ্তি ॥ দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ বিবিয়ানা শিল্পাঞ্চল হবিগঞ্জ কমিটি গঠন কল্পে এক সভা ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরোমে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মানবাধিকার নেতা মসুদ আহমদ জিহাদীকে সভাপতি ও ইউপি সদস্য মানবাধিকার নেতা মাহবুব আলম খসরুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কমিটির নবগঠিত সম্মানিত সদস্য বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ
আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে।
নবগটিত কমিটির নেতৃবৃদ আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন বিষয়ক আলোচনা করেন, এবং ১০ ডিসেম্বর বিশ্ব মানিবাধিকার দিবস পালনে সকল কে নিজ নিজ দায়িত্ব থেকে মানবাধিকার সুরক্ষায় সচেষ্ট হতে আহ্বান জানান।