বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নবীগঞ্জে মটর কিনে বাড়ী ফেরা হলো না প্রিতমের চুনারুঘাটে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার নবীগঞ্জে ডাকাতদলের হামলায় ক্ষতবিক্ষত তৌফিক মৃত্যু শয্যায় ভারতে দূতাবাসে হামলার প্রতিবাদে মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে মহান বিজয় দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলী অপর্ন শায়েস্তাগঞ্জে খাদ্য গুদামে সরকারি ভাবে ১৩২০ টাকা মণ দরে ১৮১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে

স্মরণকালের সবচেয়ে বেশি দর্শকদের সমাগম ॥ সালেহ আহমদ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে লাখাই

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সালেহ আহমেদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্মরনকালের সবচেয়ে বেশি দর্শকদের সমাগম ঘটেছে। মানুষের ভীড় হুমড়ি খেয়ে খেলার মাঠে প্রবেশ করে দর্শকরা খেলা উপভোগ করেছেন। অনেকেই বলেছেন বিগত দিনে এ ধরনের দর্শকদের সমাগম কখনো ঘটেনি আধুনিক স্টেডিয়ামে। অন্তত প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটেছে বলেও অনেই মন্তব্য করেছেন।
ফাইনাল খেলায় বানিয়াচং ডাঃ আশিক ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাখাই জিরুন্ডা একাদশ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মোহন, সাবেক ছাত্রনেতা মো: আজিজুর রশিদ লেবু, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন সেলিম, টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ও যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ, জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক, জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাসবী সাঈদ চৌধুরী, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওযাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক শাহ রেজুয়ানুল মতিন টুটন প্রমুখ। পরে জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com