স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পরিচিত মুখ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু চৌধুরী পরলোক গমন করেছেন। গতকাল রবিবার সকাল ১০ টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান। তিনি শহরের বানিজ্যিক এলাকার স্বর্গীয় কানু চৌধুরীর পুত্র। রাজু চৌধুরী একাধিক মামলায় পুলিশ ও সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করেন। রাতেই কালিবাড়ি মন্দিরে তার শেষ কৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।