স্টাফ রিপোর্টার ॥ সামাজিক উন্নয়ন কাজে যুবকদের সম্পৃক্ততা বিষয়ে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার স্থানীয় স্কাই কিং রেস্টুরেন্ট হল রুম এ বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় সামাজিক উন্নয়ন কাজের যুবদের সম্পৃক্ততা বিষয়ে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ ইকরামুল ওয়াদুদ। নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ জাহানা আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, এ্যাডভোকেট সায়লা খাতুন, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদল রায়, জালাল উদ্দিন রুমি, মোহাম্মদ বাহার উদ্দিন, বাবুল মল্লিক, মোহাম্মদ বাহার উদ্দিন, সাজন দেববর্মা, মোঃ সাবিল মিয়া, শামছুন নাহার, শাহ আলম বুলবুল, মিজানুর রহমান, স্বাধীন মিয়া, সভায় আগামী জানুয়ারি ২০২৫ মাসে হবিগঞ্জ জেলাতে একটি যুব উৎসব আয়োজন এর জন্য উৎসব উদযাপন কমিটি ঘোষণা করেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।