স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ভুলকোট এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বিলাল মিয়া (৩০) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মিরপুর গ্রামের সুন্দর আলীর পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই সময় তিনি ভুলকোট থেকে মিরপুর যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ট্রাকের চাপায় তিনি রাস্তায় ছিটকে পড়ে মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।