স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রান্তীক কৃষকদের মাঝে কৃষি উপকরন সার এবং বীজ বিতরণ ও প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ এর উদ্যোগে সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়ন পরিষদ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়সার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সালেহ আহেমদ। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুল হক, গোপায়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন। অনুষ্ঠান বক্তব্য দেন- লোকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ হাজী আলতাব হোসেন, সহ-সভাপতি কামাল উদ্দিন লিলু, কৃষকদল সদর উপজেলার সহ-সাধারণ সম্পাদক আল আমিন মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক আব্দুল মমিন মিজান প্রমুখ। পরে কৃষকদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে দুই ধরনের সার ও বীজ বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি সালেহ আহমেদ বলেন, কৃষি নির্ভর দেশে বিএনপি সব সময় কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে কাজ করে। রনাঙ্গনের বীর শ্রেষ্ট মুক্তিযুদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিটেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খননের মাধ্যমে বাংলাদেশে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছিলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে স্বনির্ভর বাংলাদেশ গঠনে কৃষি খাতে ব্যাপক উন্নতি সাধন করবে। কৃষকদের আধুনিক কৃষিকাজে নির্ভর করতে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি।