নবীগঞ্জ প্রতিনিধি ॥ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নবীগঞ্জে দিনারপুর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনারপুর কলেজ প্রাঙ্গণে মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রুগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের মাঝে ফ্রি চশমা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, কলেজের প্রভাষক আলী আমজদসহ দিনারপুর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ।