স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ৩শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে দক্ষিন কোরিয়ার স্বেচ্ছাসেবী মেডিক্যাল টিম। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই চিকিৎসা সেবা প্রদান করে দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন। সকাল সাড়ে ৯ টায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। দক্ষিন কোরিয়ার ৭ সদস্যের মেডিক্যাল টিম দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেয়। সাথে সাথে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান কর্মসূচী পরিদর্শন করেন। দক্ষিন কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রনে ৩ দিনের সফরে বুধবার হবিগঞ্জে আসে। বৃহস্পতিবার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন বাংলাদেশ প্রতিনিধি ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সফরকারী দলের সকল কর্মসূচীর তত্ত্বাবধান করেন। বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ছাড়াও বাডস স্কুলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে টিমের সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দুপুরে ‘আমরাও মানুষ পাঠশালা’র প্রায় ৭০ জন পথশিশুকে উপহার প্রদান করা হয়। এছাড়াও পথশিশুদের জন্য সফরকারী দলের পক্ষে খাবার পরিবেশন করা হয়। সফরকারী দলের নেতৃত্ব দেন দক্ষিন কোরিয়ার দাহাম পরিচালক পার্ক হিউন।