মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গভীর রাতে ৩ জন ব্যবসায়ীর ২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ভোরে উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের মার্কুলি বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, একটি বেকারির মধ্যে গভীর রাত ফজরের আজানের পূর্ব মুহূর্তে আগুন লাগার বিষয়টি আচ করতে পারেন মালিক আব্দাল মিয়া। তাৎক্ষণিক তিনি চিৎকার শুরু করলে বাজারের থাকা ব্যবসায়ীগন ছুটে আসেন এবং আশপাশের বাড়িঘরের লোকজন ছুটে এসে প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। রাতের এই চিৎকার শুনে বিভিন্ন গ্রাম থেকে লোকজন ছুটাছুটি করে বাজারে এসে ২/৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে এই দুটি দোকান ঘরে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া ৩টি দোকান মালিকের মধ্যে হবিগঞ্জ জেলা সদরের ধুলিয়াখাল গ্রামের বেকারি ব্যাবসায়ী আব্দাল মিয়া জানান, তিনি এই বাজারে ৭/৮ বছর ধরে ব্যবসা করে আসছেন। কিন্তু আগুনে পুড়ে তার সবশেষ হয়ে গেলো। তিনি নিঃস্ব হয়ে গেছেন এখন পরিবার পরিজনকে নিয়ে কিভাবে চলবেন এসব বলে কান্নায় ভেঙে পড়েন। তার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানান ৮/১০ লাখ টাকার মতো ক্ষয়য়তি হয়েছে জানিয়ে বলেন, তার পাশে নিলেশ বাবুর একটি ওয়ার্কসপ পুড়ে লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিধান বাবুর কয়েকটি কাপড়ের গাইড পুড়ে লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে। তারা একটি মালিকের দু’টি দোকান ঘর ভাড়া নিয়ে ৩ জনে ব্যাবসা পরিচালনা করে আসছিলেন। এই দোকান ঘরটি তৈরী করতে নিম্নে ১৫/২০ লাখ টাকা পরিমাণ লাগবে বলে বেকারি ব্যবসায়ী আব্দাল মিয়া জানিয়েছেন। আব্দাল মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে এসব তথ্য উপাত্ত সংগ্রহ করাকালীন সময়ে উপজেলা প্রশাসন থেকে কোন খুঁজ খবর নেওয়া হয়েছে কিংবা কেউ গিয়ে পরিদর্শন করেছেন কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, কেউই তাদের সাথে কোন রকম যোগাযোগ করেননি জানিয়ে বলেন, সরকার পক্ষ থেকে যদি তাদেরকে একটু সহযোগীতা করা হয় তাহলেই হয়তো কিছু একটা করে তারা পরিবার পরিজন নিয়ে চলতে পারবেন জানিয়েছেন।