এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে কিশোর মোস্তাকিন হত্যাকান্ডের ১০ দিন অতিবাহিত হলেও অধরা রয়েছে আসামীরা। কিন্তু আসামীদের ধরতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে হত্যাকাণ্ড নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের মামলাটি হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ক্রাইমসিন টিম (পিবিআই) এর হাতে তদন্তভার ন্যাস্ত হতে পারে বলে সুত্রে জানাগেছে। জানা যায়- গত রবিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার চতুর্থ ছেলে মোস্তাকিনের রুমের দরজার বিকট শব্দ শোনে মোস্তাকিনকে ডাকাডাকি করে ২য় বড় ভাই সজলু মিয়ার স্ত্রী তাছলিমা বেগম। এ সময় মোস্তাকিনের কোনো সাড়াশব্দ না পেয়ে মোস্তাকিনের ১ম বড়ভাই ফজলু মিয়ার স্ত্রী রোজিনাকে ডেকে এক পর্যায়ে দুজন পৃথক রুম থেকে বের হয়ে ঘরের প্রধান ফটকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় তারা চিৎকার-চেঁচামেচী করলে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মোস্তাকিনের গলাকাটা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোস্তাকিন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোমবার (২৫ নভেম্বর) নিহত মোস্তাকিনের মা ফুলবানু বেগম বাদী হয়ে একই গ্রামের আব্দুল খালিকের ছেলে রায়হান উদ্দিনকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।