স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রান্তীক কৃষকদের মাঝে কৃষি উপকরন সার এবং বীজ বিতরণ ও প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব সালেহ আহমেদ এর উদ্যোগে সদর উপজেলার গোপায়া ইউনিয়ন পরিষদ এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নানের সভাপতিত্বে ও ৫নং গোপায়া ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সালেহ আহেমদ। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা সহকারী কুষি কর্মকর্তা মাহবুবুল হক, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান চৌধুরী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমরান, গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন আব্দাল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রুবেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। পরে কৃষকদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে দুই ধরনের সার ও বীজ বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি সালেহ আহমেদ বলেন, কৃষকরা দেশের প্রাণ, কৃষকদের ভাগ্য উন্নয়ন হলে দেশের ভাগ্য উন্নয়ণ হয়।বিএনপি সবসময় দেশের কৃষকদের উন্নয়নে কাজ করে থাকে। আগামীতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র সুযোগ পেলে দেশের কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।