স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ মশিউর রহমান, রফি মিয়া (৩২) এর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শরীফনগর গ্রামের বাসিন্দা মৃত সাবাজ মিয়ার পুত্র মোঃ নবী হোসেন গত সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার শরীফনগর গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার পুত্র মোঃ মশিউর রহমান, রফি মিয়া শরীফনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ দপ্তরি হিসেবে কর্মরত আছেন। সে ২০২৩ সালের ২২ জুলাই বাজারের শুটকি ব্যবসায়ী মোঃ সেলিম মিয়ার হত্যা মামলার আসামী। (আজমিরীগঞ্জ থানা মামলা নং- ০৫ তাং- ২৪/০৭/২০২৩ ইং, জিআর নং- ৪৫/২৩)। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে। যে কারণে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকে। অন্যলোক দিয়ে তার কাজ করিয়ে থাকে। নিয়মিতভাবে হাজিরা খাতায় স্বাক্ষর করেনা। নিয়মানুযায়ী দিবারাত্র সার্বক্ষণিক দ্বায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি তা করছেন না। এছাড়া রাতে বিদ্যালয়ে মাদকসেবীদের আড্ডা জমে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারকে এ ব্যাপারে একাধিকবার অবগত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ও অপসারণের জন্য অভিযোগে দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাসিবুল ইসলাম বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।